স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান করতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহত রাহুল সরকার (২৫) ময়মনসিংহ নগরীর বড় বাজার মহল্লার আশিষ সরকারের ছেলে।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, সকাল ৮ টার দিকে নগরীর যুবলীঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে পূণ্যস্থান করতে রাহুল তার দুই বন্ধুকে নিয়ে পানিতে নামে। রাহুল গর্তে পড়ে গেলে সাতার না জানায় সে আর উপরে উঠতে পারেনি।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে, পুলিশ ফায়ার সার্ভিসকে অবহিত করলে সাড়ে ৮টার দিকে রাহুলের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পূণ্যস্থান করতে আসা পূর্ণার্থীদের মধ্যে আতংক সৃষ্টি হয়। ব্রহ্মপুত্র নদের দুই পাড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।