জয়পুরহাটে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ২১ জন।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বাসটি বগুড়া থেকে জয়পুরহাট যাচ্ছিল।
