নয়া দিল্লির একটি হাসপাতালে দালাই লামার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বুক ব্যথার কারণে তাকে হাসপাতালে নেয়া হলে তার এই পরীক্ষা করা হয়।
এদিকে তিব্বতের এ আধ্যাত্মিক নেতার এক সহকারী জানান, দালাই লামার অবস্থা স্থিতিশীল রয়েছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রে ৮৩ বছর বয়সী বৌদ্ধবাদী এ সন্ন্যাসীর প্রতিনিধি নগোদুপ তিসারিং বলেন, দালাই লামা ‘হালকা কাশিতে’ ভোগায় ম্যাক্স হাসপাতালের একজন চিকিৎসককে দেখানোর জন্য মঙ্গলবার তিনি নয়া দিল্লিতে আসেন।
তিসারিং জানান, ‘ওই চিকিৎসক বলেছেন কাশির ব্যাপারে চিন্তার কিছু নেই। এটা মারাত্মক কিছু না।’
তবে চিকিৎসার জন্য দালাই লামাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা সেটা তিনি নিশ্চিত করেননি।