শেরপুরে সন্ত্রাসী হামলায় পুলিশের এএসআই গুলিবিদ্ধ

বগুড়ার শেরপুরের ভবানীপুরে টহল পুলিশের ওপর চরমপন্থীদের হামলার ঘটনায় উপ-পরিদর্শক (এএসআই) নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ভবানীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সোমবার রাত ১১টার দিকে ভবানীপুর বাজারে চরমপন্থীরা পোস্টারিং শেষে বিভিন্ন বক্তব্য প্রদান করে। এ সময় তারা রাস্তার সাথে শাহাবুদ্দিনের বাড়ীর সামনে অবস্থান নেয়। পরে এলাকাবাসি ডাকাত সন্দেহে আতঙ্কিত হয়ে পড়লে চরমপন্থীরা সবাইকে চিৎকার চেচামেচি করতে নিষেধ করে। রাত পৌনে ১২ টার দিকে শেরপুর থানার টহল পুলিশ নান্নু মিয়া ওই স্থানে এসে টহল গাড়ি দাঁড় করান। সে সময় চরমপন্থীদের ১ জন বলে এখানে গাড়ি না থামিয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে। এ সময় পুলিশ গাড়ি থেকে নামলে কোনো কিছু বুঝে ওঠার আগেই তার পায়ে গুলি করে, এসময় পুলিশ পাল্টা গুলি করে। তবে তাতে কেউ হতাহত হয়েছে কি না জানা যায়নি।

শেরপুর থানা পুলিশ রাত সাড়ে ১২টার দিকে নান্নু মিয়াকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে রাতে বেলায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, নান্নু মিয়াসহ পুলিশের দুই কনস্টেবল ভাড়ায় চালিত (সিএনজি) অটোরিকশায় করে ভবানীপুরে পুলিশের নিয়মিত রাত্রিকালীন টহল দল দিচ্ছিলেন। এ সময় সেখানে লোকজনের উপস্থিতি টের পেয়ে এগিয়ে গেলে কথা বলার শুরুতের তাঁর ডান হাঁটুতে গুলি করে।

এ সময় পুলিশ তিন রাউন্ড পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। সিএনজি চালক ও অপর দুই পুলিশ কনস্টেবল অক্ষত আছেন।

চরমপন্থীদের পক্ষ থেকে লাগানো ওইসব পোস্টারে লেখা ছিলো, ‘পাবনায় কয়েকটি বিপ্লবী সংগঠনের নামে রাষ্ট্রীয় চক্রান্তে ৬১৪ জন সদস্যের নাটকীয় আত্মসমর্পণকে প্রত্যাখ্যান করুন-মার্কসবাদ, লেনিনবাদ জিন্দাবাদ।’

আজ মঙ্গলবার পাবনায় চরমপন্থী দলের সদস্যদের আত্মসমর্পণ করার কথা রয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানা গেছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top