ফতুল্লায় অগ্নিদগ্ধ মা-ছেলের মৃত্যু, বাকি ‍দুই শিশুর অবস্থাও আশংকাজনক

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের চারজনের মধ্যে মা ও এক সন্তানের মৃত্যু হয়েছে। আহত বাকি দু্ইজনের অবস্থাও আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ৫ বছর বয়সী সাফওয়ান মারা যায়। আজ শনিবার সকাল আটটায় মা ফাতেমা বেগম মারা যান।।

গত শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডে মা ও তার তিন শিশুসন্তান দগ্ধ হয়। তারা হলেন ফাতেমা বেগম (৩৫) এবং তার তিন সন্তান সাফওয়ান (৫), ফারিয়া (৯) ও রাফি (১১)। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে এ অগ্নিকাণ্ড দেখি। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি। বাসার সিলিন্ডার লিকেজের কারণে এ আগুন ধরেছে।

গুরুতর দগ্ধ ফাতেমা বলেন, ‘রান্নাঘরে গ্যাস সিলিন্ডারে লিকেজ ছিল। আমরা পাশের ঘর থেকে গ্যাসের গন্ধ পাচ্ছিলাম। হঠাৎ রান্না ঘরে বিস্ফোরণ হয়। গ্যাস ছড়িয়ে পড়ায় আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এরপর আর কিছু মনে নেই।

ফাতেমার স্বামী আবদুর রহিম জানান, তিনি একটি ফ্যাক্টরিতে চাকরি করেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তার মেয়ে ফারিয়া স্থানীয় ডিলাইট স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে এবং ছেলে রাফি পড়ে পঞ্চম শ্রেণিতে।

ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটের চিকিৎসক ডা: সাইফুর রহমান জানান, ‘দগ্ধ চারজনের মধ্যে তিনজনের প্রায় ৯৫ শতাংশ এবং একজনের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা খুবই গুরুতর। এ অবস্থা থেকে রিকভার করা প্রায় অসম্ভব।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top