১৯৬২ সাল থেকে ভারতের লোকসভা নির্বাচনে লড়াই করছেন। এরপর ৩২ বার বিভিন্ন নির্বাচনে লড়াই করে হেরেছেন। তবুও এবার ফের মনোনয়নপত্র দাখিল করলেন ডা. শ্যামবাবু সুবুধি।
চুরাশি বছরের শ্যামবাবু এবার লড়াই করবেন ওড়িশার আসকা ও বেরহামপুর আসন থেকে।
ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে শ্যামবাবু জানান, ৩২ বার বিভিন্ন নির্বাচনে লড়াই করেছিলাম। এবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। আমার প্রতীক হল ক্রিকেট ব্যাট। উল্টো লেখা প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
কী ভাবে প্রচার করেন? সংবাদমাধ্যমে শ্যামবাবু জানান, ঘরে ঘরে গিয়ে ভোট চাই। বাজারে যাই মানুষের সঙ্গে কথা বলি।
শ্যামবাবুর শেষ কথা, হারি জিতি পরোয়া করি না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়েই যাব।