কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাছের কাটা ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পূর্ব চন্দ্রখানা গ্রামের চক্রধর রায়ের বাড়ীর পাশে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দশরথ চন্দ্র রায় (৪২)। তিনি উপজেলার পূর্ব চন্দ্রখানা গ্রামের মৃত ষাটমন রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চক্রধর রায়ের বাড়ীতে দিনমজুরের কাজ করতেন দশরথ। ওই দিন চক্রধরের ভাগিনা বকুল চন্দ্র রাস্তার পাশে গাছের ডাল কাটছিলেন। গাছের কাটা ডাল সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।