ইসরাইল সোমবার তাদের দুটি পদাতিক ও সাঁজোয়া ব্রিগেডকে অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে মোতায়েন করেছে। ইহুদিবাদী ইসরাইলের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রুশ একটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। ইসরাইল এর পাল্টা ব্যবস্থা হিসেবে গাজা উপত্যকায় হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিন গাজা থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবে হামলা করা হয়েছে। হামলায় একটি বাসভবন ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া, সাত ব্যক্তি আহতও হয়েছে। ২০১৪ সালের গাজা যুদ্ধের পর এই প্রথম ফিলিস্তিন থেকে এ ধরনের হামলা হলো বলে বলা হয়েছে।
এ হামলাকে কেন্দ্র ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকা সফর সংক্ষিপ্ত করেছেন। তিনি ইসরাইলে ফিরে আসবেন বলেও ঘোষণা করেছেন।
এ দিকে, তেল আবিবে আজ ভোরে সাইরেন বাজানো হয়েছে। বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার আশংকা থাকলে এ ভাবে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। সূত্র: পার্স টুডে