ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে হিসেবে নতুন এই সিটির প্রথম নির্বাচনে হবে আগামী ৫ মে। সোমবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নত্র জমার শেষ সময় ৮ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল। সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে সোমবার নির্বাচন কমিশনের ৪৬তম সভায় সিদ্ধান্তের পর ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছেন, নতুন এই সিটি কর্পোরেশনের ১৩০টি কেন্দ্রের সব ক’টিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এর তিন বছরের মাথায় ময়মনসিংহ সিটি করপোরেশনও ঘোষণা করা হয়।