ঢাকাFriday , 22 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

চীনে জনতার উপর গাড়ি হামলা : পুলিশের গুলিতে চালক নিহত

Link Copied!

চীনের মধ্যাঞ্চলে জনতার ভিড়ের মধ্যে দ্রুতগতিতে একটি গাড়ি ঢুকিয়ে দেয়ায় ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছে। এ সময় পুলিশের গুলিতে চালক নিহত হয়। রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি’র খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।

সিসিটিভি জানায়, হুবেই প্রদেশের জাওয়াং নগরীতে সকালে এ ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

চীনে সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের হামলার ঘটনা অনেক বেড়ে গেছে।

গত সেপ্টেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের হেংদং নগরীর একটি সরকারি চত্বরে জনতার ভিড়ের মধ্যে একটি গাড়ি চালিয়ে দেয়ায় ১১ জন নিহত ও অনেক লোক আহত হয়।

পুলিশ ৪০ বছর বয়সী ওই গাড়ির চালককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে চালক জানায়, প্রতিহিংসাপরায়ণ হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

তিনি আরো জানান, তার উদ্দেশ্য ছিল জনতার ভিড়ের মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে সর্বোচ্চ ক্ষতি করা।

গত নভেম্বরের শেষের দিকে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা অতিক্রম করা শিশুদের একটি দলের ওপর গাড়ি চালিয়ে দেয়ায় পাঁচজন নিহত ও কমপক্ষে ১৯ জন আহত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।