ঢাকাFriday , 15 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে দলে সুযোগ পেতে ৮০ লাখ রুপি ঘুষ

Link Copied!

ক্রিকেটকে স্বচ্ছ রাখতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বাইশ গজে গড়াপেটার অভিযোগ ওঠার পর থেকে ভারতের শীর্ষ আদালতের নির্দেশে গঠিত হয়েছে প্রশাসনিক কমিটিও। তা সত্ত্বেও ফের কলঙ্কিত ‘জেন্টলম্যানস গেম’। রনজি ট্রফির দলে সুযোগ পেতে নির্বাচককে মোটা অঙ্কের ঘুষ দেয়ার অভিযোগ উঠল তিন ক্রিকেটারের বিরুদ্ধে।

জানা গেছে, দিল্লির তিন ক্রিকেটারকে রনজির নির্বাচক বলেছিলেন, অর্থের বিনিময়ে তাদের তিন রাজ্যের দলে সুযোগ করে দেবেন। সেই মতো তিন উঠতি ক্রিকেটার মিলে ৮০ লাখ রুপি নির্বাচককে দেন তারা। কিন্তু তারপরও দলে জায়গা হয়নি তাদের। অভিযোগ, ক্রিকেটারদের ভুয়া নির্বাচনী চিঠি দেয়া হয়েছিল। গোটা ঘটনা বিসিসিআইয়ের কানে পৌঁছাতেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। যার ভিত্তিতে একটি মামলা দায়ের হয়েছে।

বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার আঞ্চলিক কর্মকর্তা আয়ুষ্মার উপাধ্যায় জানান, কনিষ্ক গৌর, কিষাণ আত্রী এবং শিভম শর্মা নামে তিন ক্রিকেটারের পক্ষ থেকে আমরা তিনটি অভিযোগ পেয়েছেন তিনি। নাগাল্যান্ড, মণিপুর এবং ঝাড়খণ্ডের রনজি দলে যাতে তাদের সুযোগ করে দেয়া হয়, তার জন্য ৮০ লাখ রুপি ঘুষ দিয়েছিলেন তারা।

কনিষ্ক নিজের মুখেই স্বীকার করেছেন, গত বছর এক ক্রিকেট কোচ তাকে বলেন, নাগাল্যান্ড দলে তিনি অতিথি খেলোয়াড় হিসেবে খেলার সুযোগ পাবেন। পাঁচ ম্যাচে খেলার জন্য ১৫ লাখ রুপি দাবি করা হয়েছিল তার থেকে। অর্থের বিনিময়ে নাগাল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে দুটি ম্যাচও খেলেন তিনি। কিন্তু তারপরই বাধা দেয়া হয় তাকে। কারণ জানতে চাইলে, নাগাল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন নিয়ে তিনি যে চিঠি পেয়েছেন তা ভুয়ো। তাই তাকে দলে নেয়া সম্ভব নয়। ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে ওই রাজ্যের ক্রিকেট বোর্ডের সদস্য-সহ মোট এগারো জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।