ঢাকাThursday , 14 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে রগ কেটে হত্যা

Link Copied!

এক ছাত্রলীগ নেতাকে রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ছাত্রলীগ নেতার নাম সোহেল মিয়া (২৭)। বুধবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের টাওড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত ছাত্রলীগ নেতা সোহেল মিয়া ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি টাওড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল আলম জানান, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে একদল দুর্বৃত্ত ছাত্রলীগ নেতা সোহেলকে তুলে নিয়ে দুই পায়ের রগ কেটে দেয় এবং পিটিয়ে আহত করে। পরে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নিহত সোহেল মিয়ার বাবা নুরুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে স্থানীয় বিএনপির কর্মীরা আমার ছেলেকে রগ কেটে ও পিটিয়ে হত্যা করেছে।

রূপগঞ্জ থানা পুলিশের ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।