ঢাকাMonday , 11 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের ‘অমানুষের বাচ্চা’ বলে গালি সহকারী প্রক্টরের

Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী বাস সংকট দূর করার দাবিতে আমরণ অনশনের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত আদনান। এদিকে শিক্ষার্থীরা তার অনশনে একাত্মতা প্রকাশ করলে শিক্ষার্থীদের ‘অমানুষের বাচ্চা’ বলে গালি দিয়েছে সহকারী প্রক্টর শুভব্রত শাহা।

আজ সোমবার বেলা সাড়ে এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আমরণ অনশনে বসে যায় আদনান। তার সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

‘পরিবহন ব্যবস্থার সংকট নিরসনের দাবিতে আমরণ অনশন’সহ বিভিন্ন লেখা সমৃদ্ধ প্ল্যাকার্ড নিয়ে অনশনে বসে রিফাত।

অনশন সম্পর্কে জানতে চাইলে রিফাত জানান, ‘আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল বাস সংকট নিরসন করা, কিন্তু প্রশাসন আমাদের দাবি পূরণ করেনি। তাই আজ আর কোনো পথ না পেয়ে আমি আমরণ অনশনে বসেছি। আমি নিজেও দুদিন আগে বিশ্ববিদ্যালয়ের বাসচালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার শিকার হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব।’

এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কমিটির আহবায়ক ড. স্বপন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরা দ্রুত সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করছি। ইতোমধ্যে অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে।’

এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙানো ও শিক্ষার্থীদের বুঝাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শুভব্রত শাহা শিক্ষার্থীদের ‘অমানুষের বাচ্চা’ বলে গালি দিলে শিক্ষার্থীরা আরো প্রতিবাদী হয়ে ওঠে৷

শিক্ষার্থীদের গালি দেয়ার বিষয়ে শুভব্রত শাহা বলেন, ‘আমি ভিসি স্যারের অসুস্থতার কথা বুঝাতে গিয়ে তাদের ‘মানুষের বাচ্চা না’ বলে ফেলি। এর জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়েছি।’

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফিরানোর জন্য শিক্ষার্থীদের তাদের নিজ নিজ বিভাগের শিক্ষকদের দ্বারা চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘আমরা বিআরটিসি চেয়ারম্যানের সাথে কয়েকবার বৈঠক করেছি। নতুন বাস এলেই আমাদের পরিবহনে যুক্ত হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।