ঢাকাWednesday , 20 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নারীর গর্ভে দামি বিড়াল!

Link Copied!

তাইওয়ানের বিমান বন্দরে সাদা ব্যাগ হাতে এক গর্ভবতী নারীকে দেখা যায়। এরপর তিনি প্রবেশ করলেন ওয়াশরুমে। এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু সেখান থেকে আসার পর তাকে আগের চেয়ে বেশি মোটা দেখা যাচ্ছিল। বিষয়টি ধরা পড়ে বিমানবন্দরের নিরাপত্তকর্মীদের। সন্দেহ করার পর তারা ওই নারীকে চ্যালেঞ্জ করে বসেন। তারপর তাকে চেক করে যা পাওয়া গেল, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই।

পরীক্ষার পর দেখা গেছে, গর্ভবতী ওই নারীর গর্ভটাই ভুয়া। গর্ভের ভান করে তিনি দুটি দামি বিড়াল পাচারের চেষ্টা করছিলেন। বিড়ালগুলো পারসিয়ান প্রজাতির।

তাইওয়ানের সংবাদমাধ্যম ‘অ্যাপল ডেলি’-র এক প্রতিবেদনে এ ঘটনা জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বিখ্যাত ক্যাট ব্রিডার চ্যাং চিন-ই গত ৫ ফেব্রুয়ারি পুলিশে অভিযোগ করেছিলেন, তার দু’টি দামি পারসিয়ান বিড়াল চুরি গিয়েছে। এদের প্রত্যেকটির দাম ৩৩০০ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় সাড়ে সাতাশ লক্ষ টাকা।

ওই বিড়াল ব্যবসায়ী জানান, হংকং থেকে আগত এক নারী বিড়াল দু’টি কেনার জন্য তার কাছে কয়েকবার যাতায়াত করেছিলেন। তার সন্দেহ, এই নারীই চুরি করেছেন বিড়াল দুটিকে। তার বাড়ির বাইরের সিসিটিভি ফুটেজেও ওই নারীকে দেখা যায়। পুলিশ ফেসবুক ঘেঁটে সেই নারীকে খুঁজে বার করে। পরে তদন্তে দেখা যায়, বিমানবন্দরে ধরা পড়া ওই নারীই তিনি।

বিমানবন্দরে এ অভিনব কাণ্ডের পর ওই নারী আপাতত তাইওয়ান পুলিশের হেফাজতে রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।