নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ নারী দল।
মঙ্গলবার হংকংয়ে রোমাঞ্চকর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে উদ্বোধনী আসরেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
টি-টোয়েন্টির এই টুর্নামেন্টে ছিল বৃষ্টির প্রভাব। টানা ৮টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর আজ রিজার্ভ ডেতে শেষ চারের লড়াইয়েও বৃষ্টির বাগড়া।
বৃষ্টির কারণে ভেসে যায় ভারত-শ্রীলংকার প্রথম সেমিফাইনাল। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের শুরুতেও বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে আড়াই ঘণ্টা পর খেলা শুরু হয়। যে কারণে ৯ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটে ৫৯ রান করে বাংলাদেশ। পরে বোলারদের সম্মিলিত চেষ্টায় পাকিস্তানকে তারা আটকে দেয় ৫৩ রানে।
বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদা। তিনি ১ ছক্কা আর ৩ চারে ১৬ বলে করেন ২১ রান। পরে বাঁহাতি স্পিনে ৮ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।
বুধবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৯ ওভারে ৫৯/৭ রান (নাহিদা ২১, রাবেয়া ১০*,; ফাতিমা ২-০-১০-৩)।
পাকিস্তান: ৯ ওভারে ৫৩/৪ রান (আইমান ১৮, জুলফিকার ১১, ফাতিমা ১০*)।