টাঙ্গাইলের ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে ৩ সন্তানের জননী রেনু বেগম (৩৭) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রেনু উপজেলার ভারই গ্রামের রহিজ উদ্দিনের স্ত্রী। পরিবারের দাবি, রেনু সকালে ভাত রান্না করে পাশের রুমে গিয়ে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তার স্বামী রহিজ উদ্দিন ও বড় ছেলে ঢাকা মেট্রোরেলে চাকরি করেন, ছোট ছেলে মাদ্রাসায় পড়ে। তাদের বিবাহযোগ্য একটি মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানায়, রেনু বেগম মানসিক রোগে ভুগছিলেন। গতকাল সোমবার রহিজের বোনের জানাজায় সবাই উপজেলার গোবিন্দাসী গ্রামে গিয়েছিল। জানাজা শেষে রহিজ ও তার ছেলেমেয়েরা রাত ২টায় বাড়ি আসে। সকাল ৮টার দিকে রেনু বেগম ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।