করোনা পরিস্থিতিতে নেত্রকোনা জেলাকে নিয়ন্ত্রণে রাখতে লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মঈনউল ইসলাম এ ঘোষণা দেন।
লকডাউন ঘোষণার পর শহরসহ জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারি নির্দেশনা মানতে মাঠে নেমেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভা সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ১টা থেকে জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। এতে করে জেলার বাইরে থেকে ভেতরে প্রবেশ ও বাইরে বের হওয়া নিষেধ করা হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসক মইনউল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্তের পর বেলা ১টা থেকে জেলা লকডাউন ঘোষণা করা হয়। জরুরি সেবাসমূহ এই লকডাউনের আওতার বাইরে থাকবে।
নেত্রকোনা সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান জানান, এ পর্যন্ত ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনকে করোনাভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে। এর মধ্যে তিনজন নেত্রকোনা সদরের, একজন খালিয়াজুরীর ও একজন মোহনগঞ্জের। আক্রান্ত তিনজনকে তাদের নিজ নিজ বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে।