বচ্চন পরিবারে কোনও নতুন অতিথির আগমন হতে চলেছে? আবার কি মা হতে চলেছেন ঐশ্বর্যা? সোশ্যাল মিডিয়াতে এখন তেমনই গুঞ্জন৷ আর গুঞ্জনের কারণ বচ্চন বহুর ভাইরাল হওয়া একটি ছবি৷
ছবিতে অ্যাশ ও অভি দু’জনকেই দেখা যাচ্ছে৷ দোলের সময় পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে অ্যাশ ও অভি বেরিয়ে পড়েন গোয়া৷ সেখানকার একটি বিচে ছবিটি তোলা৷ ছবিতে নগ্ন পায়ে স্বামী অভিষেকের সঙ্গে হাত ধরে বিচে হাঁটতে দেখা যাচ্ছে রাই সুন্দরীকে৷ অ্যাশের পড়নে স্লিভলেশ গ্রে টপ আর নিচে শর্টস৷
অন্যদিকে অভিষেককে দেখা গিয়েছে সাদা টি-শার্ট ও ব্লু শর্টসে৷ ছবিতে অ্যাশকে একটু মোটা লাগছে৷ বিশেষ করে তাঁর পেট যেন একটু ফোলা মনে হচ্ছে৷ নেটিজেনদেরও বিষয়টি নজর এড়ায়নি৷ তারপরই প্রাক্তন বিশ্বসুন্দরীর প্রেগন্যান্সির খবর ছড়িয়ে পড়ে৷ ছবিটিও প্রচুর শেয়ার হয়৷ যদিও বচ্চন পরিবারের তরফে কিছু বলা হয়নি৷
২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বর্যা৷ বিয়ের পাঁচ বছর পর মেয়ে আরাধ্য আসে তাদের জীবনে৷ প্রেগন্যান্সির সময় থেকেই কাজ থেকে বিরতি নেন ঐশ্বর্যা৷ মেয়ে বড় হওয়ার পর ফের কাজে ফেরেন তিনি৷ শেষবার ঐশ্বর্যাকে বড় পর্দায় ফানে খান ছবিতে দেখা গিয়েছে৷ অনিল কাপুর ও রাজকুমার রাও অভিনীত ছবিটি অবশ্য বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারেনি৷ এখন শোনা যাচ্ছে অ্যাশকে সুরেন্দ্রর রেড্ডির আগামী ছবিতে দেখা যেতে পারে৷ এছাড়া মণিরত্নমের পরবর্তী ছবিতেও তাঁকে কাস্ট করার কথা ভাবা হচ্ছে৷