ময়মনসিংহে প্রবাসীর নামে ভিজিডির চাল!

complaineসংরক্ষিত মহিলা ইউপি সদস্যের সৌদি প্রবাসী মেয়ের নামে রয়েছে ভিজিডি কার্ড। দুস্থদের সহায়তার জন্য বরাদ্দ এ কার্ডের বিপরীতে চাল উত্তোলন করা হচ্ছিল নিয়মিত। অবশেষে মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসায় কার্ড বাতিলের উদ্যোগ নেয়া হয়েছে। ঘটনাটি ময়মনসিংহের ভালুকায় উপজেলার ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়নের।

সূত্র জানায়, ডাকাতিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য লাইলী বেগম। গত বছরের মার্চ মাসে তিনি মেয়ে কল্পনা আক্তারের নামে দুইবছর মেয়াদী একটি ভিজিডি কার্ড বরাদ্দ দেন। মেয়ে অবস্থান করছেন সৌদি আরবে, অথচ কার্ডের বিপরীতে প্রতিমাসে ৩০ কেজি করে ভিজিডির চাল উত্তোলন করা হচ্ছে।

এ বিষয়ে ইউপি সদস্য লাইলী বেগম বলেন, ‘মেয়ের নামে কার্ড আছে, কিন্তু সে চাল উত্তোলন করেনি। আমার ভাইয়ের এক মেয়ে ওই কার্ডের চাল উত্তোলন করে।’

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। ইউপি সচিবের অনুপস্থিতিতে মঙ্গলবার ভিজিডির চাল বিতরণের সময় ঘটনা নজরে আসে। আমি কার্ডটি জব্দ করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল বলেন,‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Share this post

scroll to top