নেত্রকোনায় ফ্রিল্যান্সিংয়ে সবোর্চ্চ আনিং কারীদের মধ্যে ল্যাপটপ বিতরণ

নেত্রকোনা জেলা প্রশাসন শেখ রাসেল জন্ম দিবস ২০২১ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, ফ্রিল্যান্সিং মাধ্যমে সর্বোচ্চ আর্নিং করায় তিন জন শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ পুরস্কার বিতরণ করেন নেত্রকোনা জেলা প্রশাসন।

পুরস্কার প্রাপ্ত তিন শিক্ষার্থী হচ্ছে কলমাকান্দা উপজেলার বিভিন্ন স্থানের বাসিন্দা স্বপ্না আক্তার (২১) ইনকাম= ৭৫০০$ ডলার, সাদির দিয়া(১৮) ইনকাম= ৩২০০$ ডলার, ইমরান মিয়া(১৮) ইনকাম=১০০০+$ ডলার
যার বাংলাদেশের টাকায় স্বপ্না ইনকাম=৬,৪২,১১২.৫০টাকা, সাদির ইনকাম= ২,৭৩,৯৬৮ টাকা ইমরান=৮৫,৬১৫ টাকা (প্রায়)

সরকারি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে ফ্রিল্যান্সিং ট্রেনিং করেন স্থানীয় একটি ট্রেনিং ইনস্টিটিউট এর সাহায্যে সাফল্যে অর্জন করেন।

Share this post

scroll to top