ক্লিন আপ বাংলাদেশ’র লোগো ও টি শার্ট উন্মোচন

Cleane-up-Bangladeshস্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ বাংলাদেশের শুভযাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১১ জুন) ময়মনসিংহ নগরীর বোরাং রেসিডেন্সিয়াল ট্রেনিং সেন্টারে বর্নাঢ্য আয়োজনে লোগো ও টি শার্ট উন্মোচনের মাধ্যমে সংগঠনটির শুভযাত্রা শুরু হয়।

শুভযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানে লোগো ও টি শার্ট উন্মোচন করা হয়। এ সময় আয়োজকরা জানান, ক্লিন আপ বাংলাদেশ নামের সংগঠন সর্বপ্রথম ২০১৪ সালে ক্লিন আপ ময়মনসিংহ নামে কাজ শুরু করেছিল।

সারাদেশে স্বেচ্ছাসেবী কাজ ছড়িয়ে দিতে বর্তমানে ক্লিন আপ বাংলাদেশ নামে নতুন ভাবে যাত্রা শুরু করেছে। সংগঠনটির প্রস্তাবক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল এবং এটি আপাতত ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় এর কার্যক্রম পরিচালনা করবে এবং পর্যায়ক্রমে সারাদেশে কাজ করবে।

সংগঠনটির প্রস্তাবক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল জানান, পরিচ্ছন্ন মানসিকতা ও পরিচ্ছন্ন বাংলাদেশের প্রত্যাশায় নাগরিক সচেতনতায় সংগঠনটি কাজ করবে।

শুভযাত্রা অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এড. নজরুল ইসলাম চুন্নু, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, স্বেচ্ছাসেবক আলী ইউসুফ, ময়মনসিংহ জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ইমরান সোহেল, দূর্গাবাড়ি ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি তৌহিদুর রহমান ছোটন, ক্লিন আপ বাংলাদেশের প্রস্তাবক এড. মতিউর রহমান ফয়সালসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Share this post

scroll to top