‘উত্তেজনা’ চায় না ভারত

পাকিস্তানের মাটিতে বিমান হামলা চালানোর পর ভারত বুধবার বিক্ষুব্ধ ইসলামাবাদের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা কমানোর আগ্রহ প্রকাশ করেছে। এদিকে পরমাণু ক্ষমতাধর প্রতিবেশী এ দুই দেশকে যুক্তরাষ্ট্র ‘সংযত থাকার’ আহ্বান জানিয়েছে।

বিতর্কিত কাশ্মীরের হিমালয় অঞ্চলে গত ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী হামলায় ভারতের ৪০ সৈন্য নিহত হওয়ার পর চির প্রতিদ্বন্দ্বী এ দুই দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভারত ১৪ ফেব্রুয়ারি চালানো আত্মঘাতী হামলার বদলা নেয়ার অঙ্গীকারের পর মঙ্গলবার তাদের যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে হামলা চালায়। এ হামলার ব্যাপারে নয়াদিল্লি জানায়, তাদের হামলার লক্ষ্যস্থল ছিল কাশ্মিরে বোমা হামলার দায় স্বীকার করা সশস্ত্র গ্রুপ জইশ-ই-মোহাম্মাদের (জেইএম) একটি ঘাঁটি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপকালে বলেন, ভারত উত্তেজনা বাড়তে দিতে চায় না। তারা দায়িত্বশীল ও সংযত আচরণের পক্ষে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে এক যৌথ অধিবেশনের জন্য বুধবার দেশটির পার্লামেন্ট বসছে বলে জানা গেছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top