সীমান্তে উত্তেজনা চরমে, তার মধ্যেই ভারতকে ৫৭০০ কোটি ঋণ দিচ্ছে চীন

china-indiaসীমান্ত নিয়ে ভারত এবং চিনের মধ্যে উত্তেজনা তুঙ্গে৷ এই পরিস্থিতির মধ্যেও ভারতকে ৭৫ কোটি ডলার বা প্রায় ৫৭০০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিল চিনের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক বা AIIB৷ এই ব্যাঙ্কটির সদর দফতর বেজিংয়ে৷

সোমবার রাত থেকেই লাদাখের গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় ভারত চিন সংঘাত চরমে পৌঁছেছে৷ চিনা সেনার হামলায় ভারতের অন্তত ২০ জন সেনা নিহত হয়েছেন৷ কাঁটা লাগানো লোহার রড দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর আহত জওয়ানদের৷ পাল্টা জবাব দিয়েছে ভারতও৷

এই পরিস্থিতির মধ্যেও চিনা ব্যাঙ্কের ভারতকে এই বিপুল পরিমাণ ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে অর্থবহ৷ বুধবার AIIB- তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণের জেরে ভেঙে পড়া ভারতের অর্থ ব্যবস্থাকে চাঙ্গা করতেই এই ঋণ দেওয়া হচ্ছে৷ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের যৌথ সহায়তায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যবসায়ীদের আর্থিক সাহায্য করা, সামাজিক সুরক্ষার জন্য পরিকাঠামো তৈরি করা এবং স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও উন্নত করা৷

এর আগেও করোনা মহামারির সঙ্গে লড়াই করার জন্য ভারতকে ৫০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা করেছিল AIIB৷ করোনা মহামারির জেরে যে আর্থিক মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে মোকাবিলার জন্য ১০ বিলিয়ন ডলারের একটি তহবিলের ঘোষণা করেছিল AIIB৷ যার মূল উদ্দেশ্যই ছিল সরকারি এবং বেসরকারি ক্ষেত্রকে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করতে ঋণ দেওয়া৷

Share this post

scroll to top