সিরাজগঞ্জের সেই ‘জঙ্গি আস্তানা’ থেকে ৪জনের আত্মসমর্পণ

সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। ওই বাড়ি থেকে এরই মধ্যে চারজন বেরিয়ে এসে আত্মসমর্পণ করেছেন।

আত্মসমর্পণ করা চারজনের মধ্যে একজনের নাম কিরণ। বাকিদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার ভোর থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব-১২। সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ওই ঘরে প্রবেশ করেছে।
ইতোমধ্যে ওই বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি রাম দা, বোমা তৈরি সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

র‌্যাব-১২ এর স্পেশাল ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দিন মিরাজ বলেন, ‘জঙ্গি আস্তানা’ আমরা ওই বাড়িটি অভিযান চালাচ্ছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র‌্যাবের আরও টিম কাজ করছে। ঢাকা থেকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট এসেছে।

Share this post

scroll to top