যেকোনো মূল্যে করোনা ভ্যাকসিন চান বিল গেটস

বিজ্ঞানীদের কাছে করোনা ভাইরাসের প্রতিষেধক চান ধনকুবের বিল গেটস। আর তার জন্য প্রচুর অর্থ খরচে রাজি তিনি। গেটসের কথায়, ভাইরাস বিরোধী লড়াইয়ে আর সময় নষ্ট করার মতো অবস্থায় নেই বিশ্ব। তাই যত দ্রুত সম্ভব প্রতিষেধক উদ্ভাবকদের জন্য অবকাঠামো নির্মাণ ও পরবর্তীতে উৎপাদনস্থল তৈরিতে সবরকম সহায়তা দেওয়ার কথা বলেছেন তিনি। করোনা চিকিৎসার ওষুধ কিংবা ভ্যাকসিন এখনও পর্যন্ত নেই। বিষয়টি নিয়ে সারাবিশ্বের মানুষ এখন আতঙ্কে রয়েছে।

বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য উঠেপড়ে লেগেছে। অনেকে আশার আলো দেখালেও কেউ নিশ্চিত করে জানাতে পারেননি যে- সফলতা পেয়েছেন। করোনার ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর সময় লাগার কথাও বলছেন বিশেষজ্ঞরা। তবে বিল গেটস সময় নষ্ট করতে চান না।

মার্কিন টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার দাতব্য সংস্থার অর্থায়নে ভ্যাকসিন তৈরির জন্য ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে। সেখানে অন্তত সাতজন বিশিষ্ট বিজ্ঞানী নিরলসভাবে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেছেন, ‍’আমরা চাইলেই কেবল দু’জনকে বাছাই করতে পারতাম। কিন্তু আমরা সময় নষ্ট করতে চাই না। সে কারণে সাতজনকেই কাজে লাগাচ্ছি।‘

এজন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে রাজি থাকার কথাও জানান তিনি।

Share this post

scroll to top