ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Mymensingh-Accident-two

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। বুধবার ময়মনসিংহের সদর উপজেলায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে  বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৯ জুন) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা সবাই ওই অটোরিকশার যাত্রী। নিহত দুজনের একজন বাবলু মিয়া (৪২)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আবদুল আজিজের ছেলে। অপরজন রিপন মিয়া (৩০)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার করিম মিয়ার ছেলে।

জানা যায়, শ্যামগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজি শম্ভুগঞ্জ এলাকার রশিদপুর নামক স্থানে আসতেই নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুই যুবকের মৃত্যু হয়। এসময় নারী ও শিশুসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

অপরদিকে, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া বাজারের কাছে একটি বাস ও অপরদিক থেকে আসা অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহতের খবর জানিয়েছে স্থানীয়রা। ময়শনসিংহ লাইভ এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। তবে মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে কোন দুর্ঘটনার রোগী আসেনি।

Share this post

scroll to top