ময়মনসিংহে স্ত্রী-সন্তানদের সামনে গলা টিপে হত্যা

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরের সহনাটী ইউনিয়নের ভালুকাপুর গ্রামে স্ত্রী ও সন্তানদের সামনে গলা টিপে জাকের পার্টির নেতা আবদুল মোতালেবকে (৬০) হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আবদুল মোতালেব ওই গ্রামের আবদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রী আনোয়ারা খাতুন জানান, প্রতিবেশী খোকন, চান মিয়া ও সুরুজ আলীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল আবদুল মোতালেবের।

তিনি প্রতিবেশীদের বলেছিলেন– সরকার নির্ধারিত জায়গা দিয়ে রাস্তা নিতে। অথবা দুপক্ষের জমিতে রাস্তা করতে। ওরা সেটি মেনে নেয়নি।

নিহতের ছেলে মো. জুয়েল মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তা নিয়ে কথা বলার সময় আমাদের দুই ভাইকে আটকে রেখে প্রকাশে আমার বাবাকে খোকন দুই হাত দিয়ে গলা টিপে ধরে ঝুলিয়ে রাখে।

আমার মা-বোনের সামনে বাবাকে ওরা মেরে ফেলেছে। আমরা কিছুই করতে পারলাম না।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সহনাটী ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আবদুল মুন্নাফ জানান, মোতালেব উপজেলা জাকের পার্টির সদস্য ও ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

Share this post

scroll to top