ময়মনসিংহে মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ সদরের রেলওয়ে স্টেশন এর সামনে থেকে ০৩ জনকে ৪.৬২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ এর গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার সমীর সরকার এর নেতৃতে কোতোয়ালী থানার রেলওয়ে স্টেশন এর সামনে ট্রাফিক মোড়ে দক্ষিণ পার্শ্বে ১/এ/১ ষ্টেশন রোড/এবি গুহ রোড এ্যাপেক্স জুতার দোকানের সামনে ফুটপাতের উপর হতে দেশীয় তৈরি ৪.৬২৫ লিটার চোলাই মদ ক্রয়/বিক্রয়ের সময় সেহড়া ডিবি রোডের মোঃ মনির শিকদার , বাঁশবাড়ী কলোনীর হীরা চন্দ্র শীল ও নতুন বাজার এলাকার মোঃ মাসুদ কোরেশীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে ময়মনসিংহ মডেল থানার ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ২৪(ক) রুজু মামলা প্রক্রিয়াধিন।

Share this post

scroll to top