ময়মনসিংহে বঙ্গবন্ধু-আশা উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান

আশাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দেশের শীর্ষ বেসরকারী উন্নয়ন সংস্থা `আশা’ ময়মনসিংহ বিভাগের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে “আশা-বঙ্গব্ন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি-২০২০” নামে এককালীন বৃত্তি প্রদান করেছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে শহরের আসপাডা কার্যালয়ের সম্মেলন কক্ষে আশা ময়মনসিংহ ডিভিশনার ম্যানেজার শ্যামল কুমার ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ নারায়ন চন্দ্র ভৌমিক, আশা’র ডিরেক্টর আব্দুল মোতলিব। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও মেডিকেল কলেজে অধ্যায়নরত ১৪ জন শিক্ষার্থীকে ২১ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৯৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এই উদ্যোগের আওতায় চলতি মার্চ’২০২০ এ  ‘আশা’ ঋণ ভোগী সদস্যদের  সন্তানদের মধ্যে যারা ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এদের মধ্যে যারা সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাঁদের সারাদেশে ১৮৮ জন শিক্ষার্থীর প্রত্যেককে এককালীন ২০ (বিশ) হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হচ্ছে।

Share this post

scroll to top