ময়মনসিংহে নসিমনে ট্রেনের ধাক্কা : আহত ৫

ময়মনসিংহে রেললাইনে আটকে পড়া নসিমনকে ধাক্কা দেয় চলন্ত ট্রেন। এতে আহত হয় ৫ জন। এ ঘটনার পর প্রায় আধাঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গফরগাঁও উপজেলার অনুমোদনহীন শহীদনগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত ৫ ট্রেনযাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের শহীদনগর এলাকায় অনুমোদনহীন রেলক্রসিং পারাপারের সময় নসিমন রেললাইনে আটকে যায়। ঠিক এ সময় বিপরীত পাশ থেকে ট্রেন আসতে দেখে চালকসহ যাত্রীরা নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। এ সময় ট্রেনের ধাক্কায় নছিমনটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রেনের হাওয়ার পাইপটি ছিঁড়ে ট্রেনটি থেমে যায়। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর ট্রেনের হাওয়ার পাইপটি মেরামত করে ট্রেন ঘটনাস্থল ছেড়ে যায়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উল্টে যাওয়া নসিমন উদ্ধার করা হয়েছে।

Share this post

scroll to top