ময়মনসিংহে চালু হলো ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক

ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিকমাছ চাষিদের কাছে পরামর্শ ও সেবা পৌছে দেয়ার জন্য যাত্রা শুরু করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক। এ ক্লিনিকের কার্যক্রম আগামী ১ বছর চলবে।

বুধবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এ ক্লিনিকের উদ্বোধন করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক ড. মো. খলিলুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ.এইচ এম কোহিনুর, ড. মো. ইনামুল হক, ড. মো. শাহা আলী প্রমূখ।

ইনস্টিটিউট সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ইনস্টিটিউটের ১০টি কেন্দ্র ও উপকেন্দ্র থেকে দেশের ১৬টি জেলার কমপক্ষে ৪৮টি উপজেলার খামারি/হ্যাচারিতে ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক যাবে। ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিকে মৎস্য বিজ্ঞানীরা থাকবেন। এ ক্লিনিকের মাধ্যমে পুকুরে মাছ চাষে প্রযুক্তিগত (পানি, মাটি, মৎস্য, খাদ্য ও রোগ বিষয়ক) সেবা প্রদান করা হবে।

Share this post

scroll to top