ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ঈশ্বরগঞ্জের সোহাগী স্টেশনে পৌঁছলে ইঞ্জিনের ব্রেক চাপার সময় তিন নম্বর বগির ব্রেক শো খুলে ঝুলে যাওয়ায় রেল লাইনের আইবোল্ট উঠে যায়। এঘটনায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে এঘটনায় ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সড়কে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ রোগী বহনকারী এ্যাম্বুলেন্স।
রেল সূত্রে জানাযায়, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বিজয় এক্সপ্রেস ট্রেনটি সাড়ে দশটার দিকে সোহাগী স্টেশনের প্রথম ক্রসিংয়ে পৌঁছলে তিন নম্বর বগির ব্রেক শো খুলে গেলে ট্রেনটির নিয়ন্ত্রন আনতে চালককে বেশ বেগ পোহাতে হয়। এসময় চলন্ত ট্রেনটির তিন নম্বর বগির খুলে যাওয়া ব্রেক-শো ঝুলে থাকায় রেল লাইনের আইবোল্টগুলো উঠে যায়।
সোহাগী স্টেশনের বাজার ব্যবসায়ী বিল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাকার সাথে থাকা ব্রেক শো খুলে যাওয়ায় রেল লাইনের স্লিপার থেকে অনেক আইবোল্ট উঠে গেছে।
ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নাঈম সরকার জানান, চলন্ত ট্রেনটির ইঞ্জিনের নাট খুলে যাওয়ায় সোহাগী স্টেশনের রেললাইনের আইবোল্ট উঠে গেছে। সকালের মধ্যেই ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান তিনি।