ময়মনসিংহে আকাশ থেকে আছড়ে পড়লো বিমানের তেলের ট্যাংক

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাইথল বটতলা নামক স্থানে হঠাৎ করে আকশ থেকে ছিটকে পড়েছে প্রশিক্ষণ বিমানের একটি তেলের ট্যাংক। গতকাল রোববার বিকেলে গফগাঁও এর অদূরে এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এটির দৈর্ঘ্য প্রায় ১৫-২০ ফুট। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ট্যাংকটি দেখে অনেকে বলছে এটি হয়তো প্রশিক্ষণ বিমানের তেলের ট্যাংক। সন্ধ্যা ৬ টায় এর রিপোর্ট লেখা পর্যন্ত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন বলে পাগলা থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা গোলাপ মিয়া জানায়, বিকাল অনুমানিক ৪.টার দিকে পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে বিমানটি আকাশে উড়ার সময় বিকট শব্দে তেলের ট্যাংকটি মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। লোকজন ভয়ে ছুটাছুটি শুরু করে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনার স্থলে উপস্থিত হন। উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমান জানান, এটি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমানের অতিরিক্ত তেলের ট্যাংক। এ ঘটনার কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Share this post

scroll to top