মিরপুরে চন্দ্রিকা বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরে একটি বস্তিতে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-৭ নম্বরে রূপনগর থানার পেছনে চন্দ্রিকা বস্তিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের ব্যাপকতা দেখে পরে আরও ইউনিট বাড়ানো হয়। এখন মোট ১৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং এতে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি তিনি।

Share this post

scroll to top