মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে সেনাবাহিনীর আরও দু’টি মামলা

মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউ উইন মিন্টের বিরুদ্ধে নতুন করে আরও দুটি মামলা দায়ের করেছে দেশটির সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা তার সঙ্গে সংবিধান লঙ্ঘনের অভিযোগ যোগ হয়েছে।

ইউ উইন মিন্টের বিরুদ্ধে আনা এ অভিযোগে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে।

আজ বুধবার এ তথ্য জানিয়েছেন মিন্টের আইনজীবী খিন মুং।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে খিন মুং জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মিন্টের বিরুদ্ধে নতুন আরো দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে আছে সংবিধান লঙ্ঘনের অভিযোগ। এ অভিযোগে মিয়ানমারে তিন বছর কারাদণ্ডের বিধান আছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিন্টকে আটক করে মিয়ানমারের সেনা। তার বিরুদ্ধে করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

Share this post

scroll to top