ভাঙা হচ্ছে বিএফডিসি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অবকাঠামো পুনর্নির্মাণের ঘোষণা অনেক আগেই দেওয়া হয়েছে। এবার ভবন ভাঙার কার্যক্রম শুরু করেছেন কর্তৃপক্ষ।

গত ৫ জুলাই থেকে এফডিসির একাংশ ভাঙার কাজ শুরু হয়েছে। তিন ও চার নম্বর শুটিং ফ্লোর পাশাপাশি অবস্থিত। এ দুটি ফ্লোর ভেঙে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। এটি হবে বিএফডিসির মূল কার্যালয়।

বহুতল এই ভবনে থাকবে শপিংমল, সুইমিংপুল, ব্যায়ামাগার ও মাল্টিপ্লেক্স। বিএফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের অফিস, ল্যাব ও অন্যান্য শুটিং ফ্লোর আগের মতোই থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

নুজহাত ইয়াসমিন বলেন, ‘নতুন এই বহুতল ভবনে দুটি শুটিং ফ্লোর থাকবে। এতে চলচ্চিত্রের শুটিং করতে পারবে। এতে করে চলচ্চিত্র নির্মাণ বা শুটিং করতে কোনোরকম সংকট তৈরি হবে না, বরং চলচ্চিত্রের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। এতে আধুনিক সকল সুযোগ-সুবিধা থাকবে।’

Share this post

scroll to top