বাধ্যর্কে উপার্জনে ব্যর্থ প্রবীণরা। বলতে গেলে সমাজ পরিবার এবং আপনজনদের কাছে অবহেলা-অবজ্ঞা এবং অনেক করুণার পাত্র তারা। সে অপ্রয়োজনীয় এক বোঝা, কখনো কখনো আপনজনরা একান্ত ভাবে পরিবারের প্রবীণ সদস্যটির মৃত্যুও কামনা করে। করোনার এই দূর্যোগে ক্ষুধায় কষ্টে থাকা অসহায় এসব প্রবীণদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সালমা আদিল ফাউন্ডেশন’। বগুড়া জেলার অন্তর্গত গাবতলী থানার অসহায় শতাধিক প্রবীণকে উপহার সামগ্রী হিসাবে চাল, ডাল, তেল বিতরণ করেন তারা।
এমন উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সংগঠনটির পরিচালক সালমা আদিল বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে খাদ্যাকষ্টে থাকা পরিবারগুলোকে খুজে বের করে বন্ধু হয়ে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। করোনায় গৃহবন্দী মানুষের ক্ষুধার কষ্টের কথা চিন্তা কওে দেশের বিভিন্ন জেলায় কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। এছাড়াও করোনায় মৃতদের দাফনের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ, মাস্ক- পিপিই বিতরণ, ইফতার সামগ্রী বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। সকলের সহযোগিতা থাকলে আরো বেশি অসহায় মানুষের কাছে আমাদের সেবা পৌঁছাতে পারবো।