মাগুরার মহম্মদপুরে শ্লীলতাহানীর ঘটনায় উপজেলার সিটি স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কমার্স কোচিং সেন্টারের পরিচালক সহিদুজ্জামান জুয়েল (৩০) কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিনমাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকালে কমার্স কোচিং সেন্টারের সামনে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমউদ্দিন এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কমার্স কোচিং সেন্টারের এক ছাত্রী মাসিক বেতন দেওয়ার জন্য পরিচালকের কাছে গেলে পরিচালক সহিদুজ্জামান জুয়েল তাকে প্রেম ভালোবাসার কথা বলে আটকে রেখে তার সাথে শ্লীলতাহানীর ঘটনা ঘটান। পরে ওই ছাত্রী ছুটে গিয়ে বাড়িতে এসে তার বাবা মাকে ঘটনাটি জানায়।