নেত্রকোনায় শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাধা

জাতীয় বিশ্বিবদ্যালয়ের স্থগিত সকল পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে গ্রহণ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে দেড়টায় শহরের পৌরসভার সামনের সড়কে কয়েকশত শিক্ষার্থী রাস্তার পাশে দাড়িয়ে এ কর্মসূচী পালন করে। এর আগে তারা প্রেসক্লাবের সামনেও বেশ অনেকক্ষণ অবস্থান নেয়।পরে পৌরসভার মোড়ে শান্তিপূর্ণ মানববন্ধনে বেশ কয়েকজন বক্তৃতা দিয়ে আসার সময় আবারও রাস্তায় বসে পড়ে।

পরবর্তীতে পুলিশ বুঝিয়ে উঠিয়ে দিলে হঠাৎ বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে।

এসময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে সড়কের পাশে থাকা ল্যাম্পপোস্ট ভেঙে নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক সোহান আহমেদসহ বেশ ক’জন শিক্ষার্থী আহত হয়। পরে আবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের দিকে এগিয়ে যায়।

অন্যদিকে আহত সংবাদকর্মী সোহানকে হাসপাতালে নিয়ে গেলে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ছুটে যান। পরে তাদের পর্যবেক্ষণেই চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে আসা হয়।

এ ব্যাপারে পুলিশ সুপার মো: আকবর আলী মুনসী জানান: বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সুষ্ঠু তদন্ত করে অতি উৎসাহীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

Share this post

scroll to top