নেইমার-এমবাপ্পে কখনও পিএসজি ছাড়বে না: আল-খেলাইফি

অনেকদিন ধরে নেইমার-কিলিয়ান এমবাপ্পের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার বিষয়ে গুঞ্জন চলছে। তবে নাসের আল-খেলাইফি জানিয়েছেন, এই দুই তারকা পার্ক দে প্রিন্সেসে তাদের ক্যারিয়ার শেষ করবেন।

বুধবার (১২ আগস্ট) পর্তুগালের লিসবনে নেইমার-এমবাপ্পের দুর্দান্ত পারফর্ম্যান্সে আতালান্তাকে ২-১ ব্যবধানে হারিয়ে ২৫ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফরাসি চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের পর পিএসজির মালিক আল-খেলাইফি একথা বলেন।

আরএমসি স্পোর্টকে তিনি বলেন, ‘নেইমার এবং এমবাপ্পে বিশ্বের দুই সেরা খেলোয়াড়। নেইমার বিশ্বের সেরা তিন ফুটবলারদের একজন। সে ম্যাচ সেরা হয়েছে। সে সেরা সবসময়। সে এবং কিলিয়ান কখনও ক্লাব ছাড়বে না। তারা পিএসজিতে থাকবে। ’

পিএসজি এর আগে শেষবার চ্যাম্পিয়নস লিগের শেষ চারে ওঠেছিল ১৯৯৫ সালে। এবার দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ফরাসি জায়ান্টদের প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন নেইমার-এমবাপ্পে। তবে ২৫ বছর পর সেমিতে ওঠার আনন্দ উদযাপনে কমতি রাখেনি পিএসজি।

প্রেসিডেন্ট আল-খেলাইফি জানালেন সে কথা, ‘আমরা আজ রাতে (বুধবার) আমরা উদযাপনে মেতেছি। তবে আগামীকাল (বৃহস্পতিবার) আমরা সেমিফাইনাল নিয়ে পরিকল্পনা করব। খেলোয়াড়, দল এবং মিডিয়াকে মানসিকভাবে পরিবর্তন করতে হবে আমাদের। কারণ সবাই পিএসজি নিয়ে সন্দেহ করেছিল। ’

তিনি আরও বলেন, ‘এটা আমাদের জন্য বিশেষ দিন। আমি খেলোয়াড় এবং কর্মকর্তাদের নিয়ে গর্বিত। লিগ বাতিল হওয়ার পর এটা সহজ ছিল না। ’

Share this post

scroll to top