চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় এক দিনমজুরের শিশুকন্যা তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। রোববার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
রোববার রাতে ধর্ষিতার মা দামুড়হুদা মডেল থানায় মামলা করেন। পরে সোমবার সকালে ধর্ষক সুলতানকে (২১) আটক করেছে পুলিশ। সুলতান একই এলাকার ভূমিহীনপাড়ার তুরাপ আলির ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত রোববার তারিখে বেলা ৩টার দিকে দিনমজুরের বাড়ীতে কেউ না থাকায় সুলতান তার বাড়ীতে প্রবেশ করে শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে। শিশুটি বিষয়টি তার বাবা মাকে জানায়। এরপর থেকে উভয় পক্ষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে রোববার (১৮.০৮.১৯) রাতে ধর্ষিতার মা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করে। সোমবার সকাল ৮টার দিকে পুলিশ ধর্ষক সুলতানকে ভূমিহিন পাড়ার নিজ বাড়ী থেকে আটক করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ধর্ষিতা মা থানায় মামলা দায়ের করেছে। সকালে ধর্ষককে আটক করা হয়েছে ও শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।