ত্রিশালে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম শুরু রবিবার থেকে

রবিবার থেকে রমজান উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

শনিবার(১৯ মার্চ)সকালে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে আয়োজিত প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জাম জানান, পৌরসভা সহ ১২ টি ইউনিয়নে উপকারভোগীর তালিকায় থাকা পরিবার গুলো এ সুবিধা পাবেন।

রোজার আগে ও পরে দু’দফায় ৫৫ টাকা কেজি দরে দুই কেজি করে চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি করে মসুরের ডাল, ১১০ টাকা লিটার দরে দুই লিটার করে সয়াবিন তেল পাবেন এবং রোজার মধ্যে ৫০ টাকা কেজি দরে দুই কেজি করে ছোলা পাবেন।টিসিবি’র ডিলারের মাধ্যমে ইতোমধ্যে চিনি,মসুরের ডাল ও সয়াবিন তেল এবং ছোলার প্যাকিং কার্যক্রম এবং উপকারভোগীর তালিকা প্রণয়ন কার্যক্রম সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে চলমান রয়েছে।

শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি বিতরণ কেন্দ্রে ট্যাক অফিসার সার্বক্ষণিক উপস্থিত থাকবেন।এছাড়াও টহলে থাকবে মোবাইল কোটের একটি টিম।

Share this post

scroll to top