খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান (৪০) নামের এক ডেঙ্গু রোগী মারা গেছেন।
সোমবার সকাল ৭টার দিকে মারা যান মিজানুর। তিনি সবজি বিক্রেতা ছিলেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
এর আগে ১৫ আগস্ট মিজানুর রহমান খুমেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। মৃত মিজানুর রহমানের বাড়ি রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মিজানুরের পিতার নাম মৃত আখের আলী।
এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে মোট ৫ জন মারা গেলেন।