পটুয়াখালীর গলাচিপায় বৃহস্পতিবার সকাল ৮টায় কৃষক মতি ফরাজি (৪৭) বজ্রপাতে মারা গেছে। ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের মধ্য হরিদেপুর গ্রামে। গলাচিপা থানা পুলিশ অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সূত্র জানায়, গলাচিপা উপজেলার মধ্য হরিদেপুর গ্রামে মৃত্যু ধলূ ফরাজীর পুত্র মতি ফরাজী বৃহস্পতি বার সকালে নিজ জমিতে ধানের বীজ বপন করে। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ কিছু বোঝার আগেই কৃষক মতি ফরাজির পাশে বজ্রপাতের শব্দ শুনলে সাথে সাথেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং এতেই তার মৃত্যু হয়। তার তিন ছেলে তিন মেয়ে ও স্ত্রী রয়েছে।
গলাচিপা থানা পুলিশ অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ জানান, বজ্রপাতে তার মৃত্যু হওয়ায় তার দাফনের ব্যবস্থা করা হয়েছে।