গফরগাঁওয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দাবিতে মানববন্ধন

গফরগাঁওময়মনসিংহের গফরগাঁওয়ে মুজিব বর্ষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে মানববন্ধন করেছে উপজেলার সাংস্কৃতিক কর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে খাঁন বাহাদুর ইসমাঈল সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আহ্বায়ক সুলতান আহমেদ, যুগ্ম আহবায়ক শেখ আব্দুল আওয়াল, সদস্য সচিব আতাউর রহমান মিন্টু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক দিলিপ কুমার রায়, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম মারুফ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সবুজ,চারু শিল্পী লুৎফর রহমান আরজু, জাহাঙ্গীর, উদীচী শিল্পী গোষ্ঠী গফরগাঁও শাখার সভাপতি অধ্যাপক গোলাম ফারুকী, সিপিবি গফরগাঁও শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুস সালেহীন,খান সানী, আশরাফুল ইসলাম আপেল প্রমুখ।

এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন অংশ নেন।

Share this post

scroll to top