ঈশ্বরগঞ্জে খায়েরকে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখ করে মামলা

স্টাফ রিপোর্টার : ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী বিভিন্ন স্থানে বাসাবাড়িসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অফিস ভাংচুরের ঘটনায় যুবলীগের আহ্বায়ক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের ভাই আবুল খায়েরকে প্রধান আসামী করে ২০ জনের নামে মামলা হয়েছে।

রােববার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের রাতেই উপজেলা সদরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অফিসসহ পৌর শহরের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় । মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী বদরুল আলম প্রদীপ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল খায়েরসহ ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪০ – ৫০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন ।

জানা যায় , নির্বাচনের ফল ঘােষণার পর নৌকা সমর্থকরা বদরুল আলম প্রদীপের চেম্বার, স্টেশনরােডে সাবেক মেয়র হাবিবুর রহমানের বাসভবন, উপজেলা বিএনপির সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বাসভবন, উপজেলা বিএনপির কাঠগােলাস্থ অস্থায়ী কার্যালয় ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম মনির বাসায় হামলা চালিয়ে ভাংচুর করা হয় ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top