ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত। ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল। ২০১৫ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন। শুরুতে ঢাকা বিভাগের উত্তর অংশ থেকে প্রতিবেশী ৮টি জেলা নিয়ে পরে ৬টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের পরিকল্পনা করা হয়। এসময় টাঙ্গাইল ও কিশোরগঞ্জবাসী, ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হতে অনীহা ও বিরোধিতা করে এবং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকতেই ইচ্ছাপোষণ করে। অবশেষে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। এ বিভাগের এর আয়তন ১০,৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১,১৩,৭০,০০০ জন।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল (অন্যান্য ছয় প্রতিবেশী জেলা সহ ময়মনসিংহ জেলা) ১৭৮৭ সালে ব্রিটিশ ভারত সরকার কর্তৃক ময়মনসিংহ জেলা হিসাবে গঠন করা হয়েছিল। পরে, এটিকে ছয় জেলায় ভাগ করে দুই দফায় পুনর্গঠিত করা হয়- জেলাগুলি হলঃ ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল ও শেরপুর।

প্রশাসনিক জেলা 


ময়মনসিংহ বিভাগের বর্তমান ভোটার সংখ্যা
 :

জেলার নাম জেলার আয়তন উপজেলার সংখ্যা পৌরসভার সংখ্যা ইউনিয়ন মোট গ্রামের সংখ্যা জনসংখ্যা মোট ভোটার
ময়মনসিংহ ৪৩৬৩.৪৮

বর্গ কিঃ মিঃ

১৩টি ১০টি ১৪৬টি ২৬৯২টি ৫৩,১৩,১৬৩ জন ৩৫,৯৪,৪৯৩ জন
জামালপুর ২০৩১

বর্গ কিঃ মিঃ

০৭টি ০৭টি ৬৭টি ১৩৬২টি ২৩,৮৪৮১০ জন ১৫,৯৭,২৫৫ জন
নেত্রকোণা ২৭৯৪

বর্গ কিঃ মিঃ

১০টি ০৫টি ৮৬টি ২২৯৯টি ২২,০৭,০০০ জন ১৪,৬৬,১১৬ জন

 

শেরপুর ১৩৬৩.৭৬  বর্গ কিঃ মিঃ ০৫টি ০৫টি ৫২টি ৮৯৩টি ১৫,৪২,৬১০ জন ৯,৯২,১৯১ জন
সর্বমোট ১০৫৫২

বর্গ কিঃমিঃ

৩৫টি ২৭টি ৩৫১টি ৭২৪৬ টি ১,১৪,৪৭,৫৮৩ জন ৭৭,১২,৩৫৯ জন
ক্র: নং জেলার নাম পুরুষ ভোটার মহিলা ভোটার মোট ভোটার
01. ময়মনসিংহ ১৮,১৫,৮৭০ ১৭,৭৮,৬১৬ ৩৫,৯৪,৪৯৩
02. জামালপুর ৭৮,৮,৭৬৯ ৮,০৮,৪৮৬ ১৫,৯৭,২৫৫
03. নেত্রকোণা ৭,৬৮,৬৮৮ ৭,৫৯,৭৩২ ১৫,২৮,৪২০
04. শেরপুর ৪,৯২,৬৪৫ ৪,৯৯,৫৪৬ ৯,৯২,১৯১
সর্বমোট ৩৮,৬৫,৯৭৯ জন ৩৮,৪৬,৩৮০ জন ৭৭,১২,৩৫৯ জন

ময়মনসিংহ বিভাগের ০৪ জেলার সংসদীয় আসন সংখ্যার তথ্যাদি :

ক্র: নং জেলার নাম সংসদীয় আসন সংখ্যা
01. ময়মনসিংহ ১১টি
02. জামালপুর ০৫টি
03. নেত্রকোণা ০৫টি
04. শেরপুর ০৩টি
সর্বমোট সংসদীয় আসন ২৪টি

ময়মনসিংহ বিভাগের দর্শনীয় স্হান :

ময়মনসিংহ জেলাঃ

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • আলেকজান্ডার ক্যাসেল
  • জয়নুল আবেদিন সংগ্রহশালা
  • সার্কিট হাউস
  • রামগোপালপুর জমিদারবাড়ি
  • বিপিন পার্ক
  • বোটানিক্যাল গার্ডেন
  • ব্রক্ষপুত্র নদ
  • গৌরীপুর রাজবাড়ি
  • কেল্লা তাজপুর

নেত্রকোণা জেলাঃ

  • হয়রত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রাঃ) এঁর মাজার শরীফ নেত্রকোণা সদর।
  • বিজয়পুর পাহাড়ে চিনামাটির নৈসর্গিক কাজ
  • টংক আন্দোলনের স্মৃতি সৌধ
  • রানীখং মিশন টিলাতে ক্যাথলিক গির্জা
  • বিরিশিরি কালচারাল একাডেমি
  • কমলা রানীর দীঘি
  • নইদ্যা ঠাকুরের ভিটা
  • রাশমনি স্মৃতি সৌধ,দূর্গাপুর
  • লেংগুরা, চেংটি, গোবিন্দপুরের পাহাড়ের নৈসর্গিক দৃশ্য, কলমাকান্দা
  • সাত শহীদের মাজার কলমাকান্দা

জামালপুর জেলাঃ

  • হয়রত শাহ জামাল (রাঃ) এঁর মাজার শরীফ, জামালপুর সদর
  • হয়রত শাহ কামাল (রাঃ) এঁর মাজার শরীফ,মেলান্দহ
  • দয়াময়ী মন্দির, জামালপুর শহর।
  • লাওচাপড়া পিকনিক স্পট, বকশীগঞ্জ
  • যমুনা ফার্টিলাইজার, তারাকান্দি, সরিষাবাড়ী

শেরপুর জেলাঃ

  • গজনী অবকাশ কেন্দ্র
  • মধুটিলা ইকো পার্ক
  • নয়াবাড়ির টিলা
  • রাজার পাহাড় থেকে বাবলাকোনা
  • পানি হাতা তারানি পাহাড়
  • অর্কিড পর্যটন কেন্দ্র
  • নাকুগাঁও স্হল বন্দর

বিশ্ববিদ্যালয় 

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।
  • বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেলান্দহ, জামালপুর
  • শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা
  • ময়মনসিংহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ — প্রস্তাবিত মুয়েট)।
  • বঙ্গবন্ধু সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ (প্রস্তাবিত)

মেডিকেল কলেজ 

  • ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
  • শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর।
  • কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ, ময়মনসিংহ।
  • নেত্রকোনা মেডিকেল কলেজ, নেত্রকোনা।

ইঞ্জিনিয়ারিং কলেজ 

  • ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ (প্রস্তাবিত মুয়েট)

কলেজ 

  • আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
  • মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ
  • ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
  • শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ
  • কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
  • ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মোমেনশাহী
  • নটর ডেম কলেজ, ময়মনসিংহ
  • আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ
  • ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট
  • গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট, ময়মনসিংহ
  • সরকারি আশেক মাহমুদ কলেজ
  • নেত্রকোনা সরকারি কলেজ
  • নেত্রকোনা সরকারী মহিলা কলেজ
  • শেরপুর সরকারি কলেজ
  • শেরপুর সরকারী মহিলা কলেজ
  • শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট
  • কবি নজরুল সরকারি কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ ।
  • ভালুকা সরকারি কলেজে, ভালুকা, ময়মনসিংহ ।

স্কুল 

  • ময়মনসিংহ জিলা স্কুল
  • ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মোমেনশাহী সেনানিবাস, ময়মনসিংহ।
  • ক্যান্টমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, মোমেনশাহী সেনানিবাস, ময়মনসিংহ।
  • ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়, ভালুকা, ময়মনসিংহ
  • বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
  • গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহ
  • গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহ
  • মুসলিম হাই স্কুল (ময়মনসিংহ)
  • আর.কে উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ।
  • রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়, গৌরিপুর, ময়মনসিংহ।
  • বিশ্বেশ্বরী পাইলট হাই স্কুল, ঈশ্বগঞ্জ, ময়মনসিংহ।
  • নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নান্দাইল, ময়মনসিংহ।
  • চন্ডিপাশা সরকারী উচ্চ বিদ্যালয়, নান্দাইল, ময়মনসিংহ ।
  • সরকারী নজরুল একাডেমী, ত্রিশাল, ময়মনসিংহ ।
  • জামালপুর জিলা স্কুল
  • জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  • আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়
  • নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
  • নজরুল কলেজ,এিশাল,ময়মনসিংহ
  • নান্দিনা মহারানী হেমন্ত কুমারী(এম এইচ কে) সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়,নান্দিনা,জামাল্পুর

বিভাগীয় শহর 

ময়মনসিংহ বিভাগীয় শহরটিকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করেছে। চরাঞ্চলের নতুন এই শহরে সকল বিভাগীয় দপ্তর ছাড়াও ময়মনসিংহ শিক্ষা বোর্ড, একটি সরকারী পাবলিক বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু নভোথিয়েটার, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিয়াম ও বিয়াম স্কুল, বিসিএস প্রশাসন একাডেমী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ও মেট্রো পুলিশ লাইন, বিভাগীয় সার্কিট হাউস, আইটি পার্ক, আন্তর্জাতিক কনভেনশনস সেন্টার, সরকারী আনন্দ মোহন কলেজের শাখা, শিশু হাসপাতাল, পার্ক, আন্তর্জাতিক মানের বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, শিক্ষা ব্লক, স্বাস্থ্য ব্লক, বিশাল লেক, ৫২টি স্পেশাল আবাসিক এলাকা, পর্যটন স্পট, কয়েকটি সুপার মার্কেট, বাজারসহ নাগরিকদের জন্য প্রয়োজনীয় অন্যান্য নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্রের লীলাভূমি মনোময় ময়মনসিংহ। এ জনপদের আছে দীর্ঘ সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐতিহ্য। সমাজ সংস্কার-শিল্প-সাহিত্য-সাংবাদিকতা-শিক্ষা-রাজনীতি-চিকিৎসাসহ নানা অঙ্গনে কালপরিক্রমায় যুগে যুগে মানুষের অংশগ্রহণ যেমন অনিবার্য ছিলো একইভাবে অংশগ্রহণকারী বিপুল জনগোষ্ঠী থেকে কেউ কেউ হয়ে উঠেছেন অনন্য ব্যক্তিত্ব। তাদের মধ্যে উল্লেখযোগ্য ক’জন ব্যক্তিত্বের পরিচয় নিচে তুলে ধরা হলোঃ

শহীদ সৈয়দ নজরুল ইসলামঃ জন্ম ১৯২৫, মৃত্যু ৩ নভেম্বর ১৯৭৫। শিক্ষাবিদ-আইনজীবী ও রাজনীতিক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পুরোধা পুরুষ। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ১৯৭১-এ তিনি নেতৃত্ব দেন বাংলাদেশের বিপ্লবী সরকারকে। তিনি ছিলেন বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৭৫-এ বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হবার পর ৩রা নভেম্বর কারা অভ্যন্তরে ষড়যন্ত্রকারীদের হাতে নির্মমভাবে নিহত হন জাতীয় চার নেতার একজন সৈয়দ নজরুল ইসলাম।

আনন্দ মোহন বসুঃ জন্ম ২৩ সেপ্টেম্বর ১৮৪৭, মৃত্যু ২০ আগস্ট ১৯০৬। জন্মস্থান জয়সিদ্ধি, ইটনা, কিশোরগঞ্জ। পিতা- পদ্মলোচন বসু। শিক্ষাবিদ, আইনজীবী, সমাজসেবক, রাজনীতিক ও সংগঠক।

আব্দুল ওয়াহেদ বোকাইনগরীঃ জন্ম উনবিংশ শতকের শেষার্ধ। জন্মস্থান বোকাইনগর, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। রাজনীতিক ও সুবক্তা।

আব্দুল জব্বারঃ জন্ম ১৯১৯, মৃত্যু ২১ ফেব্রুয়ারি ১৯৫২। জন্মস্থান পাঁচুয়া, গফরগাঁও, ময়মনসিংহ। ভাষা আন্দোলনে শহীদ আব্দুল জববার ১৯৫২ এর ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে গুলিবিদ্ধ হয়ে মুত্যুবরণ করেন। ২০০০ সালে তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।

আব্দুল জব্বার শেখঃ জন্ম ১৮৮১, মৃত্যু ২৩ ফেব্রুয়ারি ১৯১৮। জন্মস্থান বনগ্রাম, গফরগাঁও, ময়মনসিংহ। সাহিত্যিক ও সমাজসেবী। অসংখ্য ধর্মীয় গ্রন্থের রচয়িতা।

আব্দুল হাই মাশরেকীঃ জন্ম ১ এপ্রিল ১৯১৯, মৃত্যু ১৯৯২। জন্মস্থান দত্তপাড়া, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। পিতা- উছমান গনি সরকার। কবি, গীতিকার, নাট্যকার ও গল্পকার।

খান সাহেব আব্দুল্লাহঃ জন্ম ১৮৯৮, মৃত্যু ১৯৮৩। জন্মস্থান নাওরা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। পিতা- আলী নেওয়াজ আহম্মদ। লেখক, সাহিত্য ও সংস্কৃতি সংগঠক। প্রতিষ্ঠাতা সভাপতি-শুক্রবাসরীয় সাহিত্য সংসদ। ‘মোমেনশাহীর নতুন ইতিহাস’ গ্রন্থের রচয়িতা।
আবুল কালাম শামসুদ্দিনঃ জন্ম ৩ নভেম্বর ১৮৯৭, মৃত্যু ৪ মার্চ ১৯৭৮। জন্মস্থান ধানিখোলা, ত্রিশাল, ময়মনসিংহ। সাংবাদিক, রাজনীতিক ও সাহিত্যিক।
আবুল মনসুর আহমদঃ জন্ম ৩ নভেম্বর ১৮৯৮, মৃত্যু ১৮ মার্চ ১৯৭৯। জন্মস্থান ধানিখোলা, ত্রিশাল, ময়মনসিংহ। পিতা- আব্দুর রহিম ফরাজী। পৈতৃক নাম আহমদ আলী ফরাজী। আইনজীবী, সাংবাদিক ও রাজনীতিক। বিশিষ্ট সাহিত্যিক এবং অপ্রতিদ্বন্দ্বী ব্যঙ্গ সাহিত্যিক। পাকিস্তানের মন্ত্রী ছিলেন।
মোঃ আলতাব আলীঃ জন্ম ১৯০৭, মৃত্যু ১৮ ফেব্রুয়ারি ১৯৮০। জন্মস্থান সেহড়া ময়মনসিংহ। পিতা- ডেঙ্গু ব্যাপারী। প্রগতিশীল রাজনীতিক আন্দোলনের  পুরোধা ব্যক্তিত্ব।

কলম আলী উকিলঃ জন্ম ১৯০২, মৃত্যু ২৫ জানুয়ারি ১৯৭৩। জন্মস্থান ঈশ্বরগ্রাম, মুক্তাগাছা, ময়মনসিংহ। পিতা মোঃ আলিম উদ্দিন মীর্জা। আইনজীবী সমাজসেবী ও রাজনীতিক। প্রাদেশিক পরিষদ সদস্য (১৯৫৪)।

কেদার নাথ মজুমদারঃ জন্ম ২৬ জৈষ্ঠ ১২৭৭, মৃত্যু ৬ জৈষ্ঠ ১৩৩৩ বঙ্গাব্দ। পিতা লোকনাথ মজুমদার। লেখক, সংস্কৃতি সংগঠক, সাংবাদিক, ঐতিহ্য অনুসন্ধানী। মৈমনসিংহ গীতিকা’র সংগ্রাহক।

গোলাম সামদানী কোরায়শীঃ জন্ম ৬ এপ্রিল ১৯২৯, মৃত্যু ১১ অক্টোবর ১৯৯১। শিক্ষাবিদ-চিন্তাবিদ-পন্ডিত ও লেখক। শিক্ষক নেতা। প্রগতিশীল চিন্তার পুরোধা ব্যক্তিত্ব। অসংখ্য গ্রন্থের প্রণেতা।

রাজা জগৎ কিশোর আচার্য চৌধুরীঃ জন্ম ১২৬৯, মৃত্যু ২২ চৈত্র ১৩৪৫। মুক্তাগাছার মহৎপ্রাণ জমিদার। তাঁর দানশীলতা কিংবদন্তীতুল্য।

শিল্পাচার্যজয়নুল আবেদিনঃ জন্ম ২৯ ডিসেম্বর ১৯১৪, মৃত্যু ২৮ মে ১৯৭৬। ১৯৪৩ সালে অবিভক্ত বাংলার মন্বন্তরের আঁকা তার স্কেচসমূহ বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। বাংলাদেশে তিনি আধুনিক চিত্রকলার পথিকৃৎ। চারুকলা ইনস্টিটিউট, সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার প্রতিষ্ঠাতা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রকর। সর্বভারতীয় চারুকলা প্রদর্শনীতে স্বর্ণপদক (১৯৩৮), রকফেলার ফাউন্ডেশন ফেলোশীপ (১৯৫৬-৫৭), পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার প্রাইড অফ পারফরমেন্স (১৯৫৯), মরণোত্তর স্বাধীনতা দিবস পদক, দিল্লী বিশ্ববিদ্যালয় হতে সম্মানসূচক  ডক্টরেটে ভূষিত হন।

ডক্টর জ্যোতির্ময় গুহঠাকুরতাঃ জন্ম ১০ জুলাই ১৯২০, মৃত্যু ২৭মার্চ ১৯৭১। জন্মস্থান ময়মনসিংহ সদর, ময়মনসিংহ। শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের আবাসিক ভবনে থাকাকালে গুলিবিদ্ধ হন এবং ২৭ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নলিনীরঞ্জন সরকারঃ জন্ম ১৮৮২, মৃত্যু ২৫ জানুয়ারি ১৯৫৩। পিতা- চন্দ্রনাথ সরকার। ১৯৫৩-এ যুক্তফ্রন্টে ফজলুল হক মন্ত্রী সভায় অর্থমন্ত্রী, ১৯৪১-এ শিক্ষা-স্বাস্থ্য ও ভূমিমন্ত্রী এবং ১৯৪৩-এ বাণিজ্য ও খাদ্য মন্ত্রী। ১৯৪৮-এ পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী এবং ১৯৪৯-এ অস্থায়ী মুখ্যমন্ত্রী ছিলেন। ব্রহ্মপুত্র তীরে তার বাসভবনেই প্রতিষ্ঠিত হয়েছে জয়নুল আবেদীন সংগ্রহশালা।

মনোরঞ্জন ধরঃ জন্ম ২১ ফেব্রুয়ারি ১৯০৪, মৃত্যু ১৯৮৬। পিতা- জগৎচন্দ্র ধর। আইনজীবী ও রাজনীতিক। কংগ্রেসের রাজনীতি করতেন। পরবর্তীতে বঙ্গবন্ধু মন্ত্রীসভার আইনমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মুজিবুর রহমান খান ফুলপুরীঃ জন্ম ১৮৮৯, মৃত্যু ৫ জানুয়ারি ১৯৬৯। জন্মস্থান পাগলা, ফুলপুর, ময়মনসিংহ। পিতা- সরল খাঁ। সাংবাদিক-রাজনীতিক ও সুবক্তা। সাপ্তাহিক চাষী পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

মোস্তফা এম এ মতিনঃ জন্ম ১ আগস্ট ১৯৩৪, মৃত্যু ২০০৪। জন্মস্থান সাতেঙ্গা, ভালুকা, ময়মনসিংহ। আইনজীবী-রাজনীতিক ও সমাজসেবী। ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। প্রাদেশিক পরিষদ ও জাতীয় পরিষদ সদস্য।

রফিক উদ্দিন ভূঞাঃ জন্ম ২৫ জানুয়ারি ১৯২৬, মৃত্যু ১৯৯৪। পিতা- ওয়াফিজ ভূঞা। জন্মস্থান মেরেঙ্গা, নান্দাইল, ময়মনসিংহ। রাজনীতিক-সংগঠক ও সমাজসেবী। ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ প্রতিটি আন্দোলনে ময়মনসিংহ জেলায় নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অবিসংবাদিত নেতা। একাধিক বার জাতীয় সংসদ সদস্য।

শামসুল হুদা পাঁচবাগীঃ জন্ম ১৮৬৯, মৃত্যু ৮ আক্টোবর ১৯৮৮। জন্মস্থান পাচবাগ, গফরগাঁও, ময়মনসিংহ। পিতা- মওলানা রিয়াজ উদ্দিন আহম্মদ। ধর্মীয় আলেম, পীর, রাজনীতিক ও সমাজসেবী। বিজ্ঞানমনষ্ক আলেম হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়।
উল্লেখিত ব্যক্তিবর্গ ছাড়াও নানান বিবেচনায় নিম্নোক্ত ব্যক্তিবর্গের নাম ময়মনসিংহের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের মুক্তিযুদ্ধের সেইসব বীর সন্তানেরা, যারা যুদ্ধে শহীদ হয়েছেন অথবা সাহসিকতার সাথে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দেশমাতৃকার জন্য লড়াই করেছেন।
ময়মনসিংহ জেলার সমসাময়িক বিশিষ্ট ব্যক্তিত্বের তালিকা বেশ দীর্ঘ। নিচে বিভিন্নক্ষেত্রে সমসাময়িক বিশিষ্ট ব্যক্তিত্বের নাম উল্লেখ করা হলো।

শিক্ষাক্ষেত্রেঃ মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী, সৈয়দ বদরুদ্দিন হোসাইন, গোপীনাথ দত্ত, সোফিয়া খান, আশুতোষ পাল, আ আ ম আবদুশ শাকুর, অধ্যক্ষ আবদুল হাই, আজিমুদ্দিন মাস্টার, ব্রজেন্দ্রনাথ সেন গুপ্ত প্রমুখ।

সাহিত্যক্ষেত্রেঃ হেলেনা খান, গোলাম সামদানী কোরায়শী, যতীন সরকার, আবদুল হাই আল হাদী, শহীদ আখন্দ, হারুন অর রশিদ, নীলু দাস, স্বপন ধর, আমজাদ হোসেন প্রমুখ।

সঙ্গীত ক্ষেত্রেঃ বজেন্দ্র কিশোর রায় চৌধুরী, বীরেন্দ্র কিশোর রায় চৌধুরী, উপেন্দ্র রায়, বিপিন দাস, গৌরাঙ্গ আদিত্য, করুণাময় গোস্বামী, আলোকময় নাহা, বদরুল হুদা, মিথুন দে, বাদল চন্দ, ইমদাদুল হক, ধীরেশ আচার্য, বিশ্বদেব ভট্টাচার্য, কেনুরায়, কেশব বন্দোপাধ্যায়, নাজিরুল ইসলাম মনি, সুমিতা নাহা, সমীর চন্দ কটন, আবদুল নঈম, মোতাহার হোসেন বাচ্চু, নূরুল আনোয়ার, আবদুর রশীদ মিয়া, বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, সুনীল ধর, সুনীল কর্মকার, সারোয়ার চৌধুরী, পবিত্র দে, মিতালী মুখার্জী, শাহাবুদ্দিন আহম্মদ খান, আফজালুর রহমান জিতু প্রমুখ।

নৃত্যক্ষেত্রেঃ পীযূষ কিরণ পাল, যোগেশ চন্দ্র দাস, ইউনুস আহমেদ বাবলু প্রমুখ।

নাট্যক্ষেত্রেঃ ওসমান গনী মহারাজ, সুধীর দাস, এ এফ এম আব্দুল আলী লালু, সিরাজুল হক মন্টু, এম এম ফেরদৌসী, আশীষকুমার লৌহ, এম এন আলম তোতা, রুস্তম আলী মাস্টার, মোয়াজ্জেম হোসেন, এম এ করিম, ছাদেকুর রহমান ছাদু, আউলাদ হোসেন তারা, ফজর আলী, আকরাম আলী, এ এফ এম বদরুজামান, মাহমুদ সাজ্জাদ, প্রদ্যুত সেন, অরবিন্দ সরকার জীবন, গোলাম রফিক প্রমুখ।

সাংবাদিকতার ক্ষেত্রেঃ মাখনলাল লাহিড়ী, মোমতাজ উদ্দিন, সৈয়দ আহমেদ, এ জেড এম হাবিবুল্লাহ প্রমুখ।

ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রেঃ হযরত বোরহান উদ্দীন (রঃ) (বুড়াপীর), মওলানা মো: আশরাফ আলী (জামিয়া ইসলামিয়ার সাবেক অধ্যক্ষ), মওলানা নূরুল ইসলাম (জামিয়া আশরাফিয়ার অধ্যক্ষ), মওলানা  মুুুুজিবুর রহমান (জামিয়া ইসলামিয়ার প্রাক্তন অধ্যক্ষ) প্রমুখ গুরুত্বপূর্ণ ব্যক্তি। আধ্যাত্মিক ক্ষেত্রে বিভিন্ন মাজার কেন্দ্রিক আউলিয়া দরবেশগণ বিভিন্ন মহলে ভক্তদের মাঝে গুরুত্বপূর্ণ এবং গ্রহণীয়। ময়মনসিংহ জেলার কয়েকটি উল্লেখযোগ্য মাজার এবং কয়েকজন উল্লেখযোগ্য আধ্যাত্মিক সাধকের কথা তুলে ধরা হলোঃ
হযরত ছমির উদ্দিন মীর (রঃ) ও হযরত খমির উদ্দিন মীর (রঃ)- দুজন পিতা-পুত্র। দুজনের মাজার শম্ভুগঞ্জ বাজার পেরিয়ে নেত্রকোনা সড়কের পাশে শতবর্ষী বিশাল বকুল তলায়। প্রতিবছর ৩০শে ফাল্গুন থেকে ২ দিন ব্যাপি ওরশ অনুষ্ঠিত হয় এখানে। দিন রাত ধরে চলে ধর্মীয় আলোচনা, জিকির, বাউল ও মুর্শিদী গান।
চুপশাহ (রঃ)- চিশতিয়া তারিকার পীর চুপশাহ (র:)-এর মাজার পুলিশলাইনে, ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের পাশে।
হযরত খাজা সাইফুদ্দিন মুজাদ্দেদিয়া (রঃ)- শম্ভুগঞ্জে লালকুঠির পীর হযরত খাজা ইফসুফ আলী এনায়েতপুরীর পুত্র হযরত খাজা সাইফদ্দিন (র:) ময়মনসিংহের শম্ভুগঞ্জে এসে খানকা চালু করেন গত শতকের মাঝামাঝি।
হযরত কেরামত আলী শাহ্ (রঃ)- শানকিপাড়া মাজার রোডে রয়েছে কেরামত আলী শাহ্ মাজার।
হযরত বসরত উল্লাহ (মেদিনীপুরী)- নওমহল এলাকায় শরিয়ত পন্থি পীর বসরত উল্লাহ ভক্তদের মাঝে বিশেষ আগ্রহ সৃষ্টিতে সক্ষম হন।
মেছেন ফকিরঃ শম্ভুগঞ্জ বাজারের আগে তিতুমীরের বাঁশের কিল্লার আদলে মেছেন ফকিরের মাজার।
এছাড়া ফুলবাড়িয়া উপজেলার দেওখলার মাওলানা আব্বাস আলী বিশিষ্ট আলেম হিসাবে খুবই সমাদৃত ছিলেন।

সমাজসেবা ক্ষেত্রেঃ খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল, ডাঃ কে জামান, সোফিয়া করিম, এডভোকেট এম জোবেদ আলী, এডভোকেট আনিসুর রহমান খান প্রমুখ।

রাজনীতি ক্ষেত্রেঃ মাওলানা আলতাব হোসেন, জ্যোতিষ বসু, মনোরঞ্জন ধর, মহাদেব সান্যাল, সৈয়দ আবদুস সুলতান, মোঃ শামছুল হক, মোক্ষদাচরণ দাস, শামসুল হুদা চৌধুরী, মীর কফিল উদ্দিন লাল মিয়া, এডভোকেট ঈমান আলী প্রমুখ।

অন্যান্য ক্ষেত্রেঃ বিচারপতি আহসান উদ্দিন চৌধুরী (সাবেক রাষ্ট্রপতি), বিচারপতি আবদুর রউফ (সাবেক প্রধান নির্বাচন কমিশনার), প্রশাসনে নুরুল কাদের খান ও ড. শাহ্ মোহাম্মদ ফরিদ, ম হামিদ (সংস্কৃতি), সৈয়দ লুৎফুল হক (চিত্রশিল্পী), অধ্যাপক শাহতাব উদ্দিন আহমেদ (চিত্রশিল্পী), দেবীনাস সাংমা (বিশিষ্ট ফুটবলার), শহীদ শাহেদ আলী (ক্রীড়াবিদ), অধ্যাপক তোফাজ্জল হোসেন চৌধুরী (ফুটবলার ও সংগঠক), নাইব উদ্দীন আহমেদ (আলোকচিত্রী), শহীদ আনোয়ার হোসেন সুরুজ (ক্রীড়াবিদ), এল রহমান মাখন (ক্রীড়াবিদ) প্রমুখ।