মিনিস্টার কারখানার আগুনে ক্ষয়ক্ষতি ১০০ কোটি টাকারও বেশী

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ‘মাইওয়ান ইলেক্ট্রনিক্স’এর সহযোগী প্রতিষ্ঠান ‘মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড’ কারখানায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকারও বেশী বলে জানিয়েছেন কারখানার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক খান রাজ।

শনিবার বেলা সাড়ে ১১টায় কারখানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগুনে কারখানার ভিতরে রক্ষিত বিভিন্ন প্রকারের ফ্রিজ, এলইডি টিভি, মেশিনারিজসহ অন্যান্য মুল্যবান মালামাল পুড়ে গেছে। কারখানাটি সংস্কার ও মেরামত করার জন্য এবং তদন্ত কাজের সুবিধার জন্য আগামী তিনদিন কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

তিনি এসময় সাংবাদিকদের বলেন, কারখানায় ফায়ার সার্টিফিকেট, ভবনের কাগজপত্র, পরিবেশ ছাড়পত্রসহ আনুষঙ্গিক সকল কাগজপত্র তার সঠিক রয়েছে। কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে বলেও তিনি দাবি করেন।

সাংবাদিকেদর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কারখানার আগুন নিভানোর জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি ছিল। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশী ছিল যে করণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি বলেন, ২০০২ সালে মাই ওয়ান নামে আমাদের এই কারখানায় টিভি উৎপাদন শুরু করি। পরে দেশের মানুষকে স্বল্পমূল্যে টিভি ফ্রিজ দেয়ার জন্য ২০০৯ সালে এ কারখানাটি নতুনভাবে শুরু করি। বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে এ কারখানার পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। এ কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কাজ করে।

দুর্ঘটনার পর সরকারের বিভিন্ন পর্যায় থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিস, স্থানীয় নেতৃবৃন্দ সবাই তাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। বিভন্ন পর্যায়ের লোকজন সমবেদনা জানিয়েছেন। এ জন্য তিনি সকলের নিকট কৃতজ্ঞ এবং তাদের ধন্যবাদ জানান। তিনি যাতে ক্ষতি পুষিয়ে আবার কারখানাটিকে দাঁড় করাতে পারেন তার জন্য তিনি সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

তিনি আরো জানান, কারখানার ১২৩ কোটি টাকার বীমা রয়েছে। আর এই আগুনে ক্ষতি হয়েছে ১০০ কোটি টাকারও বেশী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কারখানার পরিচালক (অপারেশন) হাজী গোলাম মোস্তফা খান, পরিচালক (অর্থ) মো. মুজিবুর রহমান, ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম স্বপন, পরিচালক হেড অব ব্র্যান্ড এন্ড মিডিয়া কেএমজি কিবরিয়াসহ ওই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও ইন্সুরেন্স কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।

শ্রমিকেরা জানায়, শনিবার সকালে তারা কারখানায় কাজে যোগ দিতে যায়। এসময় কর্তৃপক্ষ তিনদিনের ছুটির কথা বলে ফিরিয়ে দেয়।

প্রসঙ্গত, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড (ফ্রিজ তৈরির) কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে গাজীপুরের জেলা প্রশাসক অগ্নিকান্ডের ঘটনায় ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল্লাহকে (এডিসি-শিক্ষা) প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রকৃত কারণ উদঘাটন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

Share this post

scroll to top