জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের “নিয়ে ওরিয়েন্টেশন” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

“ওরিয়েন্টেশন” প্রোগ্রাম উপলক্ষ্যে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে ভিসি প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু আহসান মোহাম্মদ সামসুল আরেফিন সিদ্দিক।

আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু আহসান মোহাম্মদ সামসুল আরেফিন সিদ্দিক নবীনদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ ‘তরুণ সমাজ’। আর বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান ভান্ডার। জ্ঞানের উৎকর্ষতা অর্জন করে এবং জ্ঞানের সঠিক ব্যবহারের মাধ্যমে তরুণ সমাজকে সম্পদে পরিণত করে বিশ্ববিদ্যালয়। মনের সকল সংর্কীণতাকে দূর করে সততার মধ্য দিয়ে মানুষ তথা দেশকে ভালোবাসতে হবে। শিক্ষার সাথে মিথ্যা ও দুর্নীতির কোন সম্পর্ক নেই। ’ তিনি বলেন, ‘পবিত্র প্রতিষ্ঠান দুইটি। একটি হলো ধর্মীয় প্রতিষ্ঠান এবং অপরটি শিক্ষাপ্রতিষ্ঠান। দুই প্রতিষ্ঠানেই সততার শিক্ষা দেওয়া হয়। তাই নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ‘মানুষ, সমাজ, দেশ তথা পৃথিবীকে ভালোবাসবে, সত্যের চর্চা করবে এবং আত্মবিশ্বাসে অটুট থাকবে।’

সভাপতির বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘ আজ তোমরা যারা শিক্ষার মহাসমুদ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ, তোমরা আর আজ তোমার নিজের, পরিবারের, সমাজের বা দেশের নয়। তোমরা আজ বিশ্বের অর্থাৎ তোমাদের বিশ্বের কল্যাণের জন্য কাজ করতে হবে। তোমরা আমার সর্বকণিষ্ঠ সন্তান। তোমরা ভন্ডামি বাদ দিয়ে মানুষকে ভালোবাসবে। হিংসা বিদ্বেষ ভুলে মানুষকে ভালোবাসতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাড়া জ্ঞানের পরিপূর্ণতা আনা সম্ভব নয়। তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছ, তোমরা সৌভাগ্যবান, তাই তোমাদের অভিনন্দন। তোমাদের একটি প্রতিজ্ঞা করতে হবে ‘এ মুহূর্ত হতে জ্ঞানত কখনই বিশ্বের কোন মানুষ বা প্রাণি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মকর্তা পরিষদের সভাপতি মো. মোকারেরম হোসেন মাসুম, বঙ্গবন্ধু নীল দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ফজলে রাব্বি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের সভাপতি মো. নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব, নবীন শি¶ার্থীদের মধ্য হতে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র হোসাইন মোশাররফ শান্ত এবং সংগীত বিভাগের ছাত্রী অনা তাবাসসুম এ্যানি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক নুসরাত শারমিন তানিয়া এবং মো. মাজহারুল হোসেন তোকদার।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top