ঈদের ছুটি শেষ: ময়মনসিংহের অফিস আদালতে চলছে শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (১২ জুলাই) থেকে শুরু হয়েছে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মব্যস্ততা। তবে অফিস শুরুর প্রথম দিন কাজের চাপ বেশি না থাকলেও সহকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে করছেন প্রত্যেকেই। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিন ছুটি পেয়েছেন। তবে ঈদের ছুটির একদিন (৯ জুলাই) পড়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে।

ময়মনসিংহের বিভিন্ন অফিস ঘুরে দেখা যায়, সব সরকারি অফিস-আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থায় ফিরছে। চলছে সহকর্মীদের মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময়।

জানা গেছে, আজ অফিস খুললেও অনেক সরকারি কর্মকর্তা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (১৭ জুলাই) অফিস জমজমাট হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রোববার (১৭ জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আগামীকাল থেকেই অফিস করবেন, তবে সেই সংখ্যা কিছুটা কম।

Share this post

scroll to top